তেজস্ক্রিয় শব্দে হৃদয়ভেদী শব্দবাণ,
বিদ্রোহী কবির বিদ্রোহ লেখনীতে ..
জন্মায় আজও মনে এক একটি জ্বলন্ত অগ্নি-বাণ।
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে,
এসেছিল মুক্তির পথ তোমার লেখনীতে,
কত হৃদয়ে বিপ্লব জেগেছিল চেতনার আত্মশুদ্ধিতে।
তুমি কান্ডারী,
তোমার হুঁশিয়ারি-
আজও অনুসরণ করে মানুষ পথে ঘাটে।
শত ব্যাথার দানে.. সব নিঃশেষে
যখন মরুভূমির শূন্যতা দেখছি চারিপাশে !
শাপদসঙ্কুল পথে বিদ্রোহ জন্ম নিচ্ছে মনে ভিন্ন রুপে,
পাচ্ছে আগুনের স্ফুলিঙ্গ তোমার লেখনী নবরূপে ।
মনের যত বদ্ধ দ্বার,
অভিশপ্ত জীবনের ভার।
অন্ধকারের অবনমন-
লৌহ কপাট খুলে মন করছে আত্ম উন্মোচন !
তাই বলি পরের জন্মে গাই তোমার গান,
দুখু মিয়া তুমি যে এঁকেছো জীবনের গান।