শুনেছি ইতিহাসে,
চার নম্বর স্টীমার ঘাটের কথা,
ব্রিটিশ ক্রুজার “দি রিনাউনের”প্রতীক্ষায় থাকা,
বুকে লোহার টুকরো বাঁধা এক শিক্ষকের ব্যাথা।
বঙ্গোপসাগর ভারত মহাসাগরে মধ্যে সমাধির গোপনকথা,
পরাধীন ভারত দেখেছিল দেশ মর্যাদা রক্ষায় সূর্যের জয়গাঁথা।
স্বাধীনতার চারটি দিন,
করেছিলো পরাধীনতাকে শৃঙ্খল বিহীন।
আজ লোহার টুকরো বাঁধা সন্ত্রাসী আটলান্টিকের জলে,
দেশমাতৃকার মর্যাদার কথা না ভেবে অন্ধ ধর্মান্ধতার ভুলে
আজ দেশ দশ ভুলে ধর্মের প্রবঞ্চনা জড়িয়েছে শ্রেষ্ঠত্ব প্রমানের জালে।