ভগবান ছিলেন সেদিন..
ক্ষমতায় বড্ড উদাসীন।
দেওয়ালে কৃষক শ্রমিকের
হাতিয়ার ।
অন্ধকারে মিটিং মিছিলে-
লোহিত রঙের সমাহার।
পাড়ায় পাড়ায় জন প্রতিনিধি,
পরিবারের হয়েছিল গতিবিধি।
লেখকদের বাড়িতে ভাগ্যরেখা,
করেছিলো ক্ষমতার নিয়ন্ত্রণ।
এখন সর্বত্র কিশলয়ের পাঠ,
মিঠে মাটির মানুষের ঘর-
দরজায় লৌহকপাট।
নতুন বিদেশি স্বপ্ন,
কল কারখানা এখনো বন্ধ।
শ্রমিকের খেটে খাওয়া জীবন,
এক একটি প্রতিশ্রুতির দহন-
তবু সামনে নবান্ন উৎসবে মন,
অন্ধত্বের ভোটে ক্ষমতার অধিগ্ৰহণ।