জীবন্ত লাশের দল এখন হতাশায়,
বিচ্ছেদের বিচার এখন স্বৈরতন্ত্রের আঙ্গিনায়।
রূপকথার ভালোবাসা কখনো ছুটেছে ব্যভিচারে- পরকীয়া সম্ভোগের নিরাপত্তা নির্বিবাদ আইনের কারাগারে ।
তাই একপেশে চিন্তাগুলো-উড়ছে আকাশে মন,
এদিকে নারী স্বাধীনতার সোচ্চার জীবন।
এটা কি সমাজ গঠন না সমতার পতন?
মহাভারতের পথে হাঁটতে গিয়ে -
হয়তো এ এক নতুন কুরুক্ষেত্রের বীজ বপন।
পরকীয়া এখন বৈধ আত্মস্বীকৃত - তাই ভালো !
তবে এটা ঠিক যাই দেখবো- সব জ্বালা ?
আবার কলিযুগে নতুন আঁকা রাসলীলা ।
এখন সম্পর্কগুলো প্রশ্নের অনলে দাবাদহে,
লিঙ্গের প্রতি আকর্ষণ সহজাত প্রানীর স্বভাবে ।
তাহলে শ্রেষ্ঠত্বের সিংহাসনের মুকুট নাই থাক-
কি ভাবে চেতনার -বোধোদয় নিপাত যাক?
এতদিন পাশ্চাত্যে পরকীয়া ছিলো বৈধতা,
কিন্তু এখানে ছিলো সম্পর্কে বাধ্যতা।
তবে যখন তৈরি হচ্ছে আধুনিক ভারত,
তাই পরকীয়া গড়ুক না হয় নতুন মহাভারত।