কিছুক্ষণ না হয় বসলে পাশে
মনের কথা যদি কিছু লুকানো থাকে
শরত আকাশে মেঘের ঢাকা তারার মাঝে
তুমি পড়েছিলে আমার মন হৃদয়ভরে।
সেদিন গোধূলিকাতে বাদলদিনে
এসেছিলে আমার গৃহে দ্বারের পানে
মনের আগুনে আমার হৃদয় জ্বলে
পুড়িয়েছিলে তোমার হৃদয় মাঝে ।
আপন স্বপ্নের বেড়াজালে
তুমি কি পেয়েছিলে আমায় হেরে
তোমার সেই অশ্রুজলে ভেজায়
আমার অধরা হৃদয়খানি।
তোমার স্বপ্ন ভাঙে ওই নিশিকালে
তোমায় আর পাইনি মনের মাঝে
দ্বিধাভরে আর আসোনি আমার গৃহের পানে
আজও আমার শেষ বিদায়ের পথে।