কাঁটাতারের ওপারে ফোঁটা বকুল,
গাছের নীচে পড়ে কিছু ঝরা ফুল।
ছিলো মনে সবুজের মাদুলতা,
দুটি বাংলার মিলন স্রোত।
বকুলের গন্ধ সেদিন মনে,
মেখে ছিলাম তোমার হাতে।
উন্মাদনায় ভাসা মনে ছিলো-
অরণ্য রোদন।
ঝরা ফুলের সুবাস নিয়ে,
তপ্ত দেহে তৃপ্তি মেখে-
দুচোখের স্বপ্ন দেখে,
তোমায় হৃদয়ে করেছিলাম
অন্তরে প্রতিস্থাপন।
কত চেনা ওপারের লাগানো,
কাঁটাতারের বেড়া ।
বিভেদ ভুলে আজ সম্পর্কের সুখে
দুটি প্রাণ যেন সর্বহারা।
বাংলা এপার আর ওপার,
প্রেমের বাঁধা মানে নি খন্ডন।
আজ তাই প্রতিহত দুটি হৃদয়ের,
মানেনি সহস্র বিভাজন ।