জীবন নৌকা বয়ে চলেছে আজানা জোয়ার ভাঁটায়,
শৈশব হতে তারুণ্য কাটে কর্তব্যের পরায়ণতায়।
প্রানের প্রদীপ সৃজন করতে হয়েছি আজ রিক্ত শূন্য,
আশায় গেঁথেছি স্বপ্নমালা জীবন পরিপূর্ণ ।
পুরানো ঘড়ি বন্ধ বহুদিন তাই পরে পথে চলা,
কাজের শেষে পদব্রজে স্বপ্নের ঘরে ফেরা ।
ভবিষ্যতের সঞ্চয়েতে প্রদীপের আলো উজ্জ্বল হয়ে উঠে,
জুতোর নীচের সুকতলার পেরেক হাসে চেয়ে মুখপানে।
বৃষ্টির দিনে একটি ছাতায় প্রদীপ জ্বালিয়ে রাখা,
পূজার সময় নতুন কাপড় না পড়ার অজুহাত ভাবা।
বড় দোকানের দামী কাপড় সৃজনশীলতার গর্বে হাতে,
সময় বয়েছে দৃষ্টি প্রদীপের আলো জ্বলেছে বিদেশ বিভুয়ে ।
বৃদ্ধাবস্তায় একাকীত্বের চেষ্টা প্রদীপকে কাছে পাওয়া
নিত্য জীবন শুধু দেখে মুঠোফোনের রসিকতা।
একটু ছবি কিমবা কথায় মনের সান্তনা নেওয়া
বার্ধক্যের রুপকথা মনের কোটায় গুমরে কাঁদে
অন্তিমক্ষনে চিত্তের মাঝে আশার প্রদীপ জ্বলে,
যদি সারা জীবনের সৃজিত প্রদীপ মনের কাছে আসে
বৃদ্ধাশ্রমে জানালা দিয়ে আকাশ পানে চেয়ে দেখা,
নিয়তির এই পরিহাসের কবে ইতিকথা ।