পরাজিত হই নি কোনোখানে,
চেষ্টা চালিয়ে যাও,বৃথা সব তোমার অনুসন্ধানে।
আমিতো শালগ্রাম শিলা নই,
আমি সাধারণ এক মানুষ -তোমার জীবনে রই।
#
বিশ্বাস যদি নাইবা করো,
অবিশ্বাসের পাহাড় গড়ে মরো।
আমি তো আমার রক্তে পরিচয় দেই,
কিন্তু তোমার আত্মবিশ্বাস দেখি না তো কই ?
#
একটা ঋতুর নিজের উপর বিশ্বাস আছে
তোমার নেই কোনো ?
যেমনটি আমার আছে তোমার প্রতি,
তবু তুমি হয়েছো অশ্লীল ।