শপথ বাক্য পড়তে হবে,
দূর্নীতি সব রুখতে হবে।
জনগণ সব শপথ নেবে,
অভিঙ্গানপত্র নেটে পাবে।
মন্ত্রণালয়ের জারি ফরমান,
আমলাদের করেছে আহ্বান।
সকাল বিকেল তাই কাগজ হাতে,
মুক্ত মনে বোতাম টিপে।
দূর্নীতিকে ডিলিট করে,
আধার নামের অঙ্গীকারে।
শপথ নিতে মানুষের ঢল,
আগে পরের তালিকার ফল।
নিত্য দিনের কাজ সব ফেলে,
শপথ গ্ৰহণ করতে বলে।
দূর্নীতি আসলে মনের বাসা,
ঘুঘু পাখিদের ভালোবাসা।
বোতাম টিপে যদি হতো,
দূর্নীতি সব আগেই নিপাত যেত।
দূর্নীতি মনের পাপের ফসল,
তুলতে গেলে চাই মনের দখল।
ইস্কুলে কলেজ অফিস মোড়ে,
হয় না কেন স্বচ্ছতা অঙ্গীকারে।
শপথ গ্ৰহণ অনুষ্ঠান চলছে দেশে,
কোন এক গলির শেষে,
ঘুষ নিতে যখন এক মন্ত্রীকে দেখে
দূর্নীতি তখন মুচকি দেখি হাসে ।
দেশ থেকে দূর্নীতি করতে বিদায়,
দূর্নীতির চিতা জ্বালাতে হবে।
নিয়ম করে মনকে জাগাও,
স্বচ্ছতার স্বপ্নে মনকে জ্বালাও।