সংখ্যার নিয়ে আশেপাশে হচ্ছে ঘূর্ণিঝড়,
কে জিতবে হারিয়ে হবে সবার এক নম্বর।
সংখ্যা নিয়ে রোজ চলে সাপ লুডোর খেলা,
উপর নীচে উঠা যত ভবিষ্যতের অবহেলা।
নিজের পরিচয় প্রতিষ্ঠা সংখ্যাতত্ত্ব দিয়ে,
প্রিয়পাত্র হবার জন্যে তেলের ডিবে রাখে।
নামের আশায় সর্বনাশা নেশায় মত্ত সব,
জনপ্রিয়তার সংখ্যা গড়বে আপন বৈভব।
ইচ্ছা আর জীবনের সব লক্ষ্য সংখ্যা নিয়ে,
গোপন পথে হাঁটতে হবে সংখ্যাতত্ত্ব দিয়ে।
আমার আমি সবাই বলে জনপ্রিয় সংখ্যাতে,
যোগ বিয়োগ নাইবা জানুক সত্যি সংখ্যা দিয়ে।
সংখ্যা নিয়ে জনপ্রিয়তা খেলতে বড় মজা,
সংখ্যাতত্ত্ব বেড়াজালে জীবনের অঙ্ক ভুলে যাওয়া।
জনপ্রিয়তার পরিমাপে অসত্যকে তুলে ধরা,
সংখ্যার বিচারে আপন অভিলাষা চরিতার্থ করা।
সংখ্যার বিচারে অনেক বৃহৎ মহাকাব্যে দল ছিল,
অন্তিম বিজয়ী সত্যর জয় ছোট সংখ্যা দেখেছিল।