আজ যুদ্ধের অভিসম্পাতে ভ্রমিত মানব মন
আবিষ্কারের মারণাস্ত্রে শুধু সৃষ্টির ধংসের অবগাহন
ধর্মযুদ্ধ ছিলো সত্যের প্রতিষ্ঠাতে অন্যায়ের প্রতিবাদে
ক্ষমতা দখলের নেশায় বিষ ছড়ায় সব অবসাদে।
মানুষ শান্তির ঘুম প্রেমের দৃষ্টি ভুলে করে অনাসৃষ্টি
হিংসার মারণযজ্ঞে নাচে পেন্ডুলামের ঘড়ি
চলছে অবিরাম জাতি ধর্ম চামড়া নিয়ে রেষারেষি
সর্বত্র বিনা যুদ্ধে নাহি দেব সুঁচাগ্ৰ মেদিনী দেখি ।
শান্তি ভালোবাসার নিষ্ঠুর হত্যার ষড়যন্ত্র রচে
গোলাপ ফুল সমাদৃত শুধু মৃতদেহের বুকে
ভালোবাসার গোলাপ আর দেখি না কারো হাতে
মানুষ শান্তির জল নিতে যায় রোজ বিধি মেনে
মন্দিরে মসজিদ গির্জাতে মনের অন্ধকারে ।
মনের শান্তি খুঁজে হোক যুদ্ধের অবসান
বোকাদের আনবিক হুমকির হোক সমাপন
সৃষ্টির প্রলয় না চেয়ে বলে উঠুক সবাই
বিদ্দেষ নয় ভালোবাসা যুদ্ধ নয় শান্তি চাই