কথা ছিলো কত মনে,
না বলা কথা হৃদয়ে কত জমে।
আনন্দ দুঃখ বেদনার মাঝে,
না বলা কথা হৃদয়ের আড়ালে থাকে।
কথা দিয়েছিলে তুমি আসবে বলে,
শতাব্দীর অপেক্ষায় যেন বসে।
মনের মাঝে কত না বলা কথা বলবো তাকে,
কথা সে রাখে নি আজও কাছে এসে।
প্রিয়জনের ভালোবাসার প্রদীপ জ্বলে,
জীবনে কতশত প্রতিশ্রুতি থাকে।
আশা নিরাশা মাঝে শুধু বেঁচে থাকা,
কেউ কথা রাখে নি ব্যর্থ ভালোবাসা।
ইচ্ছে ছিলো মনে কথা নিয়ে,
জীবনে চলার পথে।
সবকিছু মনে অন্তরালে,
কেউ কথা রাখে নি স্বপ্ন দেখি শুধু মনে।
প্রাণ যায় যাক বচন না যায়,
কথা বেঁচে আছে হৃদয়ের মাঝে।
জীবনের চলতে গিয়ে দেখি,
কেউ কথা রাখে নি আমার কথার কাছে।