এক নিঃস্তব্ধ রাতে বৃষ্টির ছিলো-
অহরহ আনাগোনা।
ভাসমান কালো মেঘেদের উঁকিঝুঁকি ছিলো-
চার দেয়ালে দুটি মন অচেনা,
হারিয়ে যাওয়া মন খুঁজেছিলো অজানা-
কোনো এক নতুন ঠিকানা।
এসেছিল উত্তাল করা ঝড়,
উপড়ে পড়েছিল এতদিনের বৃক্ষ উর্বর।
গোড়ায় আলগা ছিলো মাটি,
ছিল না মনের তরঙ্গ পরিপাটি-
এনেছিল বৃষ্টিতে ভেজার প্লাবন।
এখন মনে শুভ্র সকাল,
পুবের জানালা দিয়ে নতুন আলো।
ঝড়ের শেষে পেলাম তোমার হৃদয় সংবাদ,
জানালার পর্দাগুলো সরিয়ে দেখি-
এক উজ্জ্বল ঘুমিয়ে থাকা সুখময় মুখ,
আর সেই হারানো একরাশ ভালোবাসার সুখ ।