সুপ্ত অনুভূতি গুলো….
সবসময়ের জন্য ছিলো অবলুপ্ত,
ছিলো সময়ের সাক্ষী হয়ে ইতিহাসের পাতায়।
প্রতিশ্রুতি গুলো আজও কাগজে
মনের গভীরে হৃদয়ে ব্যথা দেয়..
তবু আমি শুধু চেয়েছিলাম একটু কথা
একটু লেখা..
মন নিয়ে খেলা নাইবা করো আর..
নাইবা ভেজাও অশ্রুজলে আঁখি বারবার,
শুধু যেনো সত্যি মনে ভালোবাসা হলে
তার প্রকাশ আসে ঠিক মননে,হৃদয়ে,
এতো যদি ভয় কর কলঙ্ক আর নিন্দুকে,
তবে ভালোবাসা রেখো তুলে সিন্দুকে।
সব ভুলের আছে মৃত্যু,
ভালোবাসা অমরত্বের দাবি রাখে আমৃত্যু।