তুমি চেয়েছিলে একটা নেকলেস,
ছিলো সম্পর্কের আর বন্ধনের আবেশ ।
পড়িয়ে ছিলাম তাই প্রেমের ছোঁয়ায়,
শুধুই ভালবাসার একটি কথায়।
তুমি হঠাৎ করেছো সম্পর্কের পরিহার,
দেখি গলা হতে খুলে করছো মনে প্রহার।
ভেবেছিলে করবে সবকিছু প্রতিকার,
কিন্তু গলবদ্ধ অহংকার এখনও তোমার।
তাই সম্পর্কের বন্ধনে এখন ছেদন,
তুমি বোঝো নি সম্পর্কের নিবন্ধন।
নেকলেস কি শুধুই ছিলো মেকি আভরণ ?
আজ তো-
অনেকটা সম্পর্কের ভারে মনের সহমরণ।
নেকলেসর ভার এখন গলায় অসহ্য,
তাই ঘর থেকে বেড়িয়ে সেটা আরো-
এক গভীর প্রেমের অনিশ্চয়তায় আবদ্ধ।
ভালোবাসার নেকলেস রঙ হয়েছে বিবর্ণ,
আমার মনে- তোমার
চাকচিক্যময় জাঁকজমক এখন তমসায়।