কথাটা ছিল দেশী-বিদেশীর কথা,
কোথাও গোষ্ঠী দ্বন্দ্বের উপকথা ।
কোথাও সম্পদ লুণ্ঠনের প্রথা,
কোথাও ব্রম্ভবৈবর্ত পুরাণের গাঁথা ।
আর্য অনার্য ছিলো সভ্যতার বিপ্লব,
সুর অসুরের ছিলো ক্ষমতায় বৈভব।
অনার্য ছিল না আসক্ত সুরায়,
ছিলো উন্নয়ন ওদের সভ্যতায়।
বিদেশীদের ছিল খাদ্য অভাব,
ছিলো দখলের মনোভাব-নারীর সংসর্গের স্বভাব।
তবু পারেনি করতে অসুরিয় অনার্য দমন,
হয়নি প্রাচীন সভ্যতার অবনমন।
শুভ অশুভ শুনি অনেক মত,
জানি পুরানের ঋগবেদের সব অভিমত।
হয়েছিল হুদুড় দুর্গা নিধন,
অসীম ক্ষমতার অধিকারীর পতন।
আর্যরা এনেছিলো সুন্দরী কামনাময়ী পার্বতী,
নিরস্ত্র করে ছলে করেছিল হুদুড় দুর্গা সদ্গতি।
তাই আজ দেখি দুর্গার বোধন,
আর্যরা রেখে গেছে প্রতীকি অসুর নিধন।
তবু আজ পূজা হয় আর্য সংস্কৃতির,
দুর্গার নামে দেখি ক্ষয় আপন সম্প্রীতির।
এও ঠিক আজ সংস্কৃতির হয়েছে লুন্ঠন,
চারিপাশে শুধু চলছে অবক্ষয় আর প্রহসন।
এখন হয়েছে পিতৃপক্ষের অবসান,
দেবীপক্ষের করেছি আহ্বান।
তবে কেন হয়নি সমাপ্ত সমাজে নারীদের অপমান,
চাই অসুরিয় মাতৃকেন্দ্রিক সভ্যতার পুনরুত্থান।