ইচ্ছে হলো,নীল আকাশে উড়ান ভরার অভিলাষা,
মনের মাঝে প্রত্যহ এক স্বপ্ন গাঁথার পরিভাষা।
ইচ্ছে হলো,গভীর রাতে অমবস্যায় চাঁদ দেখা,
হৃদয়ে মাঝে প্রভাতের গান ভালোবাসার প্রার্থনা ।
ইচ্ছে হলো,আকাশের ওই নীলাম্বরকে কাছে পাওয়া,
রাতের বেলায় না ঘুমিয়ে স্বপ্ন নিয়ে জেগে থাকা ।
ইচ্ছে হলো,অন্ধকারে অজানা পথের হদিস খোঁজা
মনের মাঝে রোজ জোৎস্নার আলো ফুটিয়ে রাখা।
ইচ্ছে হলো ভোরবেলাতে গাছে গাছে ফুল তোলা,
ইচ্ছে হলো দূরের জলায় পানকৌড়ির মাছ ধরা।
ইচ্ছে হলো ছুটির সকাল সর্ষে ক্ষেতে ছুটতে যাওয়া,
ইচ্ছে হলো বিকেল বেলায় মাঠে গিয়ে দোল চড়া।
ইচ্ছে হলো পুকুর পাড়ে লুকিয়ে গিয়ে আম পাড়া,
ঈচ্ছে হলো রাতের আকাশে অন্ধকারে তারা গোনা।
ইচ্ছে যত আজ মরেছে বাস্তবের সব জল্পনাতে,
কল্পনার ওই স্বপ্ন যত আটকে গেছে চার দেয়ালে।
ইচ্ছে যত ওই ছোট্ট মিনির শহরের এই জেলখানায়,
বড় হবার স্বপ্ন কাড়ে ঈচ্ছে মরে মেকি দুনিয়ায়।
ইচ্ছে হলে বৃষ্টির বারিধারাকে কি আটকানো যায়
পদ্মপাতায়?
দিনান্তে একবিন্দু ঈচ্ছের ফোঁটা ওই দেখা যায়।
ইচ্ছে হলো মনের মাঝে মহাকাশের সত্য যত
ভালোবাসার স্বাধীনতা ইচ্ছে পূরণ করবে শত ।