# আমি দেখেছি এই শহরের নানা রঙের ,বর্ণের ছটা,
অতীতের বিশ্বাস নিয়ে কত ঘনঘটা।
রাতে জোঁকের ছন্নছাড়া জীবনে বেড়ে ওঠা,
অনেক সময় মিঠাইয়ের লোভে মাছিদের মিছিলে হাঁটা ।
# তবু আমার শহরে ঘুম এখনো আছে খাসা,
আছে হঠাৎ ঘুমন্ত মানুষের জেগে ওঠা ভালোবাসা।
# হারিয়েছি অনেক কিছুই যেমন-
লৌকিক জ্ঞান, নৈতিকতা, মানবিক জীবন,
তবু দেরি হয়নি এখনও কিছুই-কারণ,
এখনো গঙ্গা জলে শুদ্ধ হয় এখানে সবকিছুই!