কখনো মেরুদন্ড সোজা করে দাঁড়াই,
অনেকে বলে তুমি করছো মিছেই বড়াই।
আমি বলি জানো-
আসলে ওটাই তো শুধু আছে বেঁচে,
নেপথ্যে গুঞ্জন শিখিনি করি নি পিছে।
তাইতো সসম্মানে মেরুদন্ড সামনে রেখে জানাই,
মস্তক উঁচু করে সামনে অধিকার দেখাই..
চড়ি জীবনের কত উৎরাই খাড়াই-
আসেলে ইগো নয় ভালোবাসা ফলাই।
আমি তো পাথর নই !
তাই তো মূহূর্তে আমি আবার গলে যাই।
যখন দেখি যে তুমি আর খোঁজ করো নাই,
আমি আবার কালো ঘনীভূত মেঘেদের সরাই,
আর দুটি নয়নের অশ্রুজলে স্মৃতিকে ভেজাই।
যাতে তুমি আবার পাথর না হয়ে,
আমার কাছে হও উঠো মৃতসঞ্জীবণী সুধা।