শারদপ্রাতে মহালয়ের সুরে চিত্ত ভাসিলো মায়ের আগমনে
মন পুলকিত আজ দেবীপক্ষের সমাগমে
পিতৃপক্ষের সমাপন করি পিতৃ তর্পণবিধির অঙ্গীকারে
ভুবন সেজেছে আগমনী সুরে
আনন্দ বারিধারা বহে অন্তরে আকাশে বাতাসে।
দিব্যশক্তির আবির্ভূত হয় সব অশুভ শক্তির অবসানে
মানবকুল করজোরে মায়ের সন্মুখে মাকে ডাকে
যশ রূপ শক্তি সুখ সমৃদ্ধির কামনাতে দেবীর পদতলে
অসূরী শক্তির সমাপন হবে মায়ের আগমনে ।
শারদ উৎসবের সূচনা হয় আজ জগত কল্যাণে
অভিলাষা পূরণ হবে মাতৃ আরাধনার যতনে
তোমার দূর্গা সাজে আমার দূর্গার মাঝে
তুমি মা তুমি শক্তিরূপেনী জগত জননী সবে
পূজিত সকল সন্তানের মন মন্দিরে।