মা
তুমি আমার প্রথম দেখা শ্রেষ্ঠ মানুষ,তুমি আমার শৈশবের প্রথম রান্নাবাটি খেলার সাথী,তুমি আমার স্বপ্ন দেখাবার প্রথম আয়না,কখনো ছড়া শোনাবার ঠাকুমার ঝুলি,
তুমি শৈশবের আমার প্রথম ভালোবাসা।
শৈশবে তুমি আনন্দময়ী যশোদা জননী
কৈশোরে দেবী চন্ডিকা রুপেনী ।
তুমি আমার যৌবনে মান অভিমান।
কৈশোরে তোমায় বলি লুকনো যে সব কথা
যা কিছু সবাই বলে কালো
তোমার কাছে সব হয়ে যায় জগতের আলো।
তোমায় কত অনেক দুঃখ দিয়েছি মনে
করেছি কত ভুল আপন অবুঝ মোহে,
তবুও তোমার কাছে আজও
আমি প্রথম ফোটা ফুল ।
অচিরে তুমিই প্রথম সত্য আমার জীয়নকাঠি,
তুমি শ্রেষ্ঠ তোমার সকল রূপে ।
কখনো তুমি সার্থক স্ত্রী মোর জনকের তরে,
কখনো বা মাতৃরূপে যৌবনে
মোর প্রিয়ের তরে ।
তবু বলি তুমি আমার মা,
যুগ যুগ ধরে যেন পাই তোমায়
হে মা জগত মাতা, জননী আমার
চরন বন্দনা তব লহ এই মাতৃ দিবসে।