মহাকাশ আজ জ্যোতিষ্কের ছন্দপতন দেখে,
স্টিফেনের ঘুমন্ত চোখ শায়িত কৃষ্ণগহ্বরে।
আলোর রোশনাইতে পৃথিবীতে পথ চলা..
অজানা তথ্য আলোকিত করে বলা ।
সৃষ্টির গতিরোধ হবার আকাঙ্খা মনে,
হকিংয়ের ভাবনা মহাকাশে ভেসে চলে..
হুইলচেয়ারে বসে সৃষ্টির রচনা নতুন পথে,
বিজ্ঞানের ভাষা প্রবন্ধে ফুঠে ওঠে..
মাধ্যাকর্ষণ কৃষ্ণগহ্বরের তথ্য উন্মোচনে,
চিরকালে জন্যে ঘুমন্ত স্টিফেন্স স্বপ্ন দেখে
মানুষ সৃষ্টি করেছে অন্য ঘর..
যেখানে আর থাকবে না সৃষ্টির অপচয়।
হয়তো আরো অজানা উন্নত প্রাণের দেখা,
নাহলে সৃষ্টির এই গ্রহ হারাবে কৃষ্ণগহ্বরে।
সময় এসেছে আবার নতুন করে ভাবার,
মহাকাশের অন্তিম সূর্য না ডোবার।