আর কোনো প্রশ্ন নেই...
হয়তো যার কোনো উওর নেই !
মন এখন-
আস্তে আস্তে মাধ্যাকর্ষণ ছাড়ছে,
অভিকর্ষের ভবিষ্যৎ বার্তা গড়তে।
এখন শূন্য এখন সবচেয়ে কাছের নম্বর ,
তাই নিশ্চুপ চন্দ্রহীন রাত্রি একমাত্র অবলম্বন !
যখন মস্তিষ্কের পাল্লা ভারি,
কেন হৃদয়ের ভিতরে গুমরে মরি ?
বলবো মন যা চায় করি।
সবেতেই শূন্য যেটা অবসম্ভাবী,
এই বিশ্বাস রেখেই না হয় চলি।
©® সঞ্জয় কুমার মুখোপাধ্যায়