হয়তো মৃত মহীরূহের মতো জীবন-
স্থবিরতা স্থিতিশীলতার সনিগ্ধক্ষণে মন।
জানতে পারে অজানা ঝড়ের আগাম বার্তা,
তাই নিরাবতা নেয় হয়তো নিরাপত্তার রীতি।
আজ সবই মৃত হরপ্পার স্মৃতি,
কোথাও মনে অনাবৃষ্টি,
কোথায়ও বিষ্ফোরণের অনাসৃষ্টি।
হয়েছে অবনীর হৃদয় রক্তাক্ত,
করেছে শ্রেষ্ঠত্বকে বিভক্ত।
চুলছেঁড়া বিচার করেছে সব মন,
তৈরী অপর একটা ম্যাকমোহন লাইন।
আজ কোমলতা মানে পদপিষ্ট,
মুখে চোখে অনল হয়েছে উপবিষ্ট।
উন্নতির গড়েছে সোপান,
একের পর এক মৃত মহীরূহের বপন।
তাই খোঁজে মহীসুতের নতুন বাসযোগ্য জমি,
অবনীতে সব মনের জমিতে হয়েছে অধিগ্ৰহণ।