একটা চলমান গাছ বাঁচাতে চেয়েছিলাম,
একটু জলের পিপাসাও মিটিয়ে ছিলাম।
কার্বনের ধোঁয়া এখন অনেকখানি,
নিঃশ্বাসে অভিশপ্ত দামী বিপননি ।
শতাব্দীর আবিষ্কারে কুলষিত জল স্থল,
অক্সিজেন খাচ্ছে শুধুই দেখি দাবানল।
কালো পাতা এখন গাছের হালখাতা,
জীবনগুলো হয়েছে দাম্ভিকতা।
শিকড়ের গভীরতা নেই অতল,
কান্ডের নেই গোড়ায় দখল।
বৃন্ত থেকে পাতা,
কুঁড়ি থেকে ফলন-
দেখলাম সবেতেই কাগজের তৈরী মন ।