অন্তহীন ভালোবাসা ছিলো মনে,
পরিতৃপ্ত হওয়ার স্বপ্ন ছিলো মনেপ্রাণে।
স্নেহের অভাব ছিলো না হৃদয়ের মাঝে,
মনের অন্তরে স্মৃতিগুলো রোজ উড়ান ভরে।
দিবারাত্র তোমার ছবি মনের কাছে ভাসে,
মহাকাশে তুমি আছো কোথাও লুকায়ে অন্তরালে।
দিগন্তের শেষবেলায় রক্তিমতা দিনের শেষে,
নয়নের মাঝে তোমার বিরহে মন প্রত্যহ ক্রন্দনে।
নীল সাগরের ঢেউ যত আছড়ে পড়ে পদতলে,
আমার পায়ের কাছে তোমার অশ্রুজলে ভেজে।
জলধির কলোরব বলে আমার কানে কানে,
আমি আছি তোমার হৃদয়ে প্রেমের প্রদীপ জ্বেলে।