রোজ তোমায় বাতায়নে দেখি,
যদি একবার হয় মিলনের আঁখিপাতি।
তুমি আমার মনের ভালোবাসার সীমন্তনী,
তোমার ওই চোখে দেখি এক মায়াবী স্মিতি।
তোমার ওই স্মিতি রোজ সহস্র চিতার
আগুন জ্বালায় মনে ।
বাতায়নটা কনকনে শীতেও রোজ খুলে রাখি,
পাছে তোমার় একটু দেখা ভুলতে না পারি।
মনের স্পৃহা ঘুমানোর আগে তোমার দেখা চাই,
সকালে ঘুম থেকে উঠেই জানালায় ছুটে যাই।
সন্মুখের উঠোনে যদি একবার তোমার দেখা পাই,
দেখবো ওই সাজি হাতে তোমার পুষ্প তোলা।
মনে মনে ভাবি আমি হলেম না কেন ওই পুষ্পের মালা,
ভালোবাসায় তোমার হৃদয়ে ফুটতো মুকুল,
আমি আজও প্রত্যহ দাঁড়াই বাতায়ন ধরে।
আর দেখি না তোমায় সন্মুখের উঠোনে মাঝে,
ভুলেছি ওই উঠোনের দেখেছিলাম তোমায়,
তুমি সেদিন শায়িত ছিলে পুষ্প বেষ্টিত
চিরশান্তি লাভে।
শুধু আজ আছে আমি আর আমার ভালোবাসা,
স্মৃতিগুলো আমার ঘরের বাতায়নে সামনে ভাসা।