হঠাৎ তুমি চলে গেলে নিশ্চুপ আঁধারে থেকে,
রূপকথার রাজকন্যা সবার চোখে ভাসে,
হৃদয়ে প্রেমের আলো জ্বেলে রেখে,
অমাবস্যায় চাঁদ গিয়েছে ঢেকে..
দর্পণে প্রতিবিম্ব তোমার রেখে,
চলেছো চিরশান্তির পথে,
আগামী স্মৃতি স্মরণীয়..
তোমার ভালোবাসার
দর্পণে।