রোগ মুক্ত করতে হবে,
সুস্থ সমাজ গড়তে হবে।
কঠিন রোগ নিয়তির কোপ,
সইতে হবে চরম দুর্ভোগ ।
চিকিৎসা এখন মুদিখানা,
বেচাকেনার মুন্সিয়ানা।
চামার হতে হয় না পিছু,
টাকার গল্প ছাড়া নেইকো কিছু।
সরকারি সব হাসপাতালে,
নেই সুরাহা ডাক্তারীতে।
চাপরাসীদের মনমানিতে,
পেসেন্ট পার্টি সর্বনাশে।
বেসরকারি হাসপাতালে,
ঢাকের দায়ে মনসা বিকোয়।
কাটাছেঁড়া গল্প মানে,
ধার বাকীর শুরু কল্পনাতে।
গরীবের জীবন বাঁচুক,
নেই ভাবনা চিকিৎসাতে।
দেশ নাকি আগায় উন্নয়নে,
চিকিৎসা শুধু ধনীর নামে।
মন্ত্রী,আমলা,ধনী গুনীজন,
জীবন তাদের অমূল্য রতন।
চিকিৎসা বিনামূল্যে পাবে,
দরকারে তা দেশ মেটাবে।
আজও কোন অচীন গ্ৰামে,
মানুষ মরে বিনা চিকিৎসাতে।
সত্তরে দেশ আজ পূর্ণ কোটায়,
কেন মানুষ বিনামূল্যে,
চিকিৎসা না পায়।