ছায়ার পিছনে ছুটেছিল একজন,
লোকে বলে বদ্ধ পাগল তার মন।
ল্যাম্পপোস্টের আলো নিত্য দেখে
হাত পা ছুঁড়ে ছায়া যুদ্ধ করে।
আপন মনে কথা সে বলে ছায়ার সাথে,
লোকে তাকে বলে পাগল প্রলাপ বকে।
দিনের শেষে খাবার কুড়িয়ে খায়,
রাস্তার কুকুর বেড়াল যা খায়।
মানুষ হেসে তাচ্ছিল্য করে,
কেউ না সুধায় পাগল প্রলাপ কেন বকে।
একদিন পাগলকে সুধায় কেন সে এমন করে,
পাগল বলে আমার মনের শত্রুকে রোজ দেখি,
ওকে তাই আমি রোজ মারতে আমি ছুটি।
সকাল রাতে লুকোচুরি সে খেলে,
আপন মন অন্ধকারে আপনকে ঢাকে।
আমার জীবন ছিলো নাকো এমন,
দিয়েছে সে ধোঁকা আমার জীবনটাকে।
আজ তাই লোকে আমায় বলে হাসে,
ধরতে আমি পারি নাকো তাকে।
রোজ তাকে আমি একটি প্রশ্ন করি,
কেন সে দিলো ধোঁকা আমার ভালোবাসাকে।