আমার যুদ্ধ আর ভালোবাসা পাশাপাশি চলে,
আঘাত কিম্বা গোলাপের পাপড়ি ঝরে মনে।
সমান্তরাল ব্যবধানে দুটি রেখা হৃদয়ে টানে,
দিনে মন দেখে অগ্নুৎপাতের তান্ডব,
রাতে ভেজে গোলাপ জলে।
গোলাপ জলের সুগন্ধি মনে নিয়ে বেঁচে,
আশায় পাপড়ি ঝরবে হৃদয় ভরে।
কাঁটা গুলো রোজ অপেক্ষায় থাকে,
কখন দংশনের স্মৃতি দেবে বুকে গেঁথে।
জীবনে সবকিছু হলো না সারা..
মনের আশা চোখের ভালোবাসা।
প্রেমের গতি হারিয়েছে মরুদ্যানে,
সবকিছু লুন্ঠন মিথ্যা ভালোবাসার টানে ।