সেদিন রাতে তোমার ঠিকানা খুঁজেতে গিয়ে আঁধারে,
সবকিছু যেন অপ্রতীয়মান মনের ওই অন্তরে ।
ভাবিনি পেয়ে যাব তোমার ঠিকানা অন্তরের গভীরে,
মনের আড়ালে ।
বেশ শক্ত ছিলো তোমায় খোঁজা,
যেন এলোপাতাড়ি ঝড় বয়ে চলে চারিপাশে,
ঢেউ বয়ে যায় হৃদয়ে শরীরে,
ওই কাছে ডাকার হাসি,মিষ্টি সূর,তোমার
হাতের পরশ,চপল চাহনি,ওষ্ঠের পরশে চিত্ত আশন্ত
সব যেন করে ওঠে শীতল হবার স্পর্শ,
সারা দেহে চিত্তের অন্তরালে।
এবার পেয়েছি,পেয়েছি তোমায়
আমার কাছে মনগভীরে একান্ত আপনে হৃদয়ের অন্তরালে,
তুমি যে আমার প্রথম প্রেম দূর্নিবার আহবানে
তোমার ওই আর্কষিত সুললিতে
আমার চোখ খোলে,
মুখে ভাসে রাতের ঘুমের কথা আর ভোরের
পুব আকাশের উদিতীর ছায়া,
তার সাথে হাল্কা স্মিগ্ধ মিঠে সমীরণ
জানায় তোমার ভালোবাসার আগমনের কথা ।