আজ মনে হচ্ছে...
অনেক সময় অতিক্রান্ত ভালোবেসে,
কবিতা তোমার সাথে পথ চলা অবকাশে।
দুটি মনের কিছু শব্দের মিলনে-
কবিতার প্রেমের পরশ মনে..
আমার অনুভবে- হৃদয়ের ছোঁয়াতে।
অতীতের মনে ছিলো বিদ্রোহের আগুন,
মুক্তির পথে দিয়েছি তোমায় ভালোবাসার মন।
নদীর স্রোতধারায় তাই আমি ভাসমান..
অন্তরে গেঁথেছি স্বপ্নের মালা ,
হৃদয়ে শুনেছি,মনে গেঁথেছি শব্দ-মালা,
পেয়েছি তোমায় প্রেমের আঙ্গিনায়।
জীবনের অসমাপ্ত যত কথা..
কবিতা আমাকে দিয়ে যাবে,
নিশ্চুপে ভালোবেসে পরশে অনুভবে।
আজ তোমার প্রেমে সমর্পনে,
তুমি আমার হৃদয়ের দীপমালা।