তোমার প্রেম আমার জীবনের অভিমান,
আমার ভালোবাসায় অঙ্কুরিত তোমার প্রাণ।
রাতের আকাশের তুমি ধ্রুবতারা,
আমার শরীরে বহে তোমার প্রেমের ধারা।
ভালোবাসা দিয়েছিলে অন্তরে আমার,
অজানা না চাওয়া সব পেয়েছি প্রেমে তোমার।
জীবনের যত মরুদ্যান তৃষ্ণার আজ অবসান,
হঠাৎ তোমার আবেগ দিয়েছে আমায় প্রাণ।
হয়তো অতীতের ভুলের ক্ষমা আছে কত,
ভুলতো মনের কাছে শুধু যত।
অনন্ত প্রেমে ভাসে তৃষ্ণার মন শত শত,
তোমার ভালোবাসার অপেক্ষায় কতশত।