ভালোবাসা এক স্বপ্নের আবেগ পাওয়া,
হৃদয়ের অনুভূতির ডানা মেলে উড়ে যাওয়া।
মনের এক নব জন্মের সাক্ষী হওয়া,
ভালোবাসা মানে তোমাকে কাছে পাওয়া।
ভালোবাসা দুজনের ছাতা ভুলে বৃষ্টিতে ভেজা,
অমৃতাংষুর জোৎস্নায় অন্ধত্বের আলো মাখা।
দুটি নয়নের মাঝে পরিচয় খোঁজা..
ভালোবাসা মানে হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে রাখা।
ভালোবাসায় রাতে গোলাপের আতর মাখা,
কোমল পাঁপড়ির এ আবেগের স্পর্শ পাওয়া..।
হিয়ার মাঝে তোমাকে লুকিয়ে রাখা,
ভালোবাসা এক উদার মনের পরশ পাওয়া।
ভালোবাসা শতাব্দীর প্রেমের কবিতা লেখা,
শূন্যতার মাঝে ভালোবাসা ধ্রুবতারা।
প্রাণের স্পন্দনে জীবনের রসধারা,
ভালোবাসা মিলনের এক অপরূপ পরিভাষা।
ভালোবাসা তোমাকে হারাবার ভয়ে বাঁচা,
সৃষ্টির সৃজনের চির অক্ষয় নিয়ে পথ চলা।
অমৃতের এক সুধা পানে আবিষ্কার করা...
ভালোবাসা জীবনকে সাজিয়ে রাখা।