দুটো হাতের আঙ্গুলের মিলন,
একসাথে হাঁটে পথ জল ঝড়ে।
ওষ্ঠের পরিচয় হৃদয়ের অন্তরে,
প্রকৃতির রূপ দেহে মনের।
সেতুর বন্ধন..কাঁচের দর্পণে,
পাথরগুলো ছুটে আসে মনে..
কখনো রুক্ষ মরূদ্যানে,
বৃষ্টির জলধারার শান্ত এই মনে,
সহস্র নাগপাশ চারিপাশে জাগরণে।
দর্পণের ছেদ জোড়া আর কি লাগে ?
শুধু আঠার প্রলেপে জোড়ার চেষ্টা চলে,
দাগের রেখা আজও মনের জালে।
হারানো প্রেম অতীতের প্রতিবিম্ব দেখে,
দাগের রেখা অপেক্ষায় প্রেমের পূর্ণতা পেতে।