দিনটা ছিলো স্তব্ধতার নামে-
হৃদয়ের প্রতিটি স্পন্দনের প্রতিক্ষণে,
স্থবিরতা প্রতিটি মূহুর্তের ক্রন্দনে।
অস্থির মনে নিরাবতায় স্তব্ধতা অবিচ্ছেদ্য,
নিত্য ঘরে ফেরার সময় পাই নি নৈবেদ্য।
আমি সারাদিন মনে হুতাশন নিয়ে-
ছিলাম ডাকের অপেক্ষায় অবিরত।
ডাক এলো না আর আজ...
আশাগুলো ছিল পেন্ডুলামের মতো দোদুল্যমান,
অচিরে হয়েছিল প্রতিহত যেন নিরাশা প্রবাহমান।
আজ দুটি অক্ষিতে তমিস্রা ছিলো,
অনেকটা রোজকার চন্দ্রিমা ফেলে ব্ল্যাকহোল।
এত নিষ্ঠুর পরিহাস কোনো মন কি দূর্বল ?
হয়তো ভুলেছো তুমি কেউ কখনো জেগেছিলো,
একটু প্রতীক্ষায় গুনছিলো প্রহর মহীরুহের।
এখন অপেক্ষায় আগামী দিনের আলোর ,
আসলে প্রেমের হুতাশন মনে জ্বলে উঠে প্রত্যহ।