প্রেম হৃদয়ের টান,অন্তরে আবেগের আহবান,
প্রেম এক পলকের তোমার চাহনিতে হৃদয়ের কম্পন,
দূরে থেকে প্রতি মূহুর্তে তোমার স্পর্শর অনুভূতি,
তোমার কথায় নিজেকে উজার করে দেবার মন।
প্রেম প্রথম দেখা,প্রথম কথা সবই ছিল কি শুধু আকর্ষণ,
প্রেম কি যৌবনের ভালোবাসার জোয়ারের এক প্রয়াস,
নাকি একে অপরকে কাছে পাবার ক্ষনিকের সম্মোহন,
যেমন প্রথম কদম ফুল গন্ধে মৌ ছুটে যায় করতে
পরাগরেণুর অবগাহন ।
প্রেমতো অমর,দুজনে মহামিলনের পথের শপথ,
প্রেমতো চিরদিনের পাশে থাকার,
দুটি হাত ধরে চলার অন্তহীন,হৃদয়ের টান,
সুখ দুঃখের ভাগ নেওয়ার জগত ।
প্রেমে জীবনযুদ্ধ করতে গিয়ে যদি মন হয় অবিচল,
প্রেমে যদি চিত্ত হয় অবিচল,কথা হয়ে থাকে বেচাল
ডুবে যাক তা ওই হৃদয় মহাসগরের নিগূঢ় জলে,
যেখানে থাকবে শুধু হৃদয় দুজনের উদার নিশ্চল।
প্রেম এক অন্তহীন চাওয়া পাওয়ার কথা
আবেগ ভালোবাসার রামধনুর সপ্ত রঙের রঙিন হবার কথা ।
প্রেম ওই নীল আকাশে মুক্ত পাখির উড়ে যাওয়া,
মানব ধর্মে নিখাদ ভক্তিগাঁথা ।