আজ বর্ষার সময় জেরবার,
ভিজে সবকিছু একশার ?
এখনতো সময় ভাবনার-
আর শুধু ভালবাসবার।
ভিজে ভিজে আমরা দুজনে হাঁটি,
নিরাপদে আশ্রয়ের খোঁজে করি ছোটাছুটি।
পাশাপাশি তুমি একা হেঁটে হেঁটে,
যেতে যেতে হেসেছিলে বাঁকা ঠোঁটে!
চোখে চাহনিতে ছিলো ভাবনা অন্য,
একটু পরে দেখি হৃদয় প্রেমের জন্য।
তখন দুটি মন মিলেমিশে একাকার,
বৃষ্টির ফোঁটায় হলাম দুজনা একসার।