যদি ইচ্ছে হয়,
না হয় দেখোইনা-
কখনো একটু ভালোবেসো মনে মনে ।
যখন সবকিছুই ঢেকেছে একটা মেকি আবরণে !
পূর্ণতা ঢেকেছে অপূর্ণতার চাদরের অলঙ্করণে।
তাও একবার না হয় দেখো...
কখনো একটু ভালোবেসো মনে মনে ।
তোমার বুক চাপা পড়ে আছে একটা পাথরে,
অনেকখানি পাতালে গহ্বরের অন্ধকারে ।
তাই পাথরের চাপে কচি ঘাস এখন সফেদে মুড়ে,
এখনে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আমাকে ছেড়ে ।
সারাটা জীবন মিথ্যায় পুড়ে,
দক্ষিণের শুকনো পাতা হয়ে উড়ে...
জানতে পারো নি,
কখন হারিয়েছো তুমি তোমার বেদনার ব্যথার ভিড়ে।
তাও একবার না হয় দেখো...
কখনো একটু ভালোবেসো মনে মনে ।
দেখবে নাব্যতা আবার আসবে ফিরে,
যখন পাথরে সরিয়ে দিয়ে মনের পাড় বাঁধিয়ে দেবে।
ঘাসের উপর পাথর সরিয়ে নিলে
আবার কচি ঘাস আমাদের জীবনে
নতুন সবুজ রঙ আনবে দুই বুকের ভরে।