তুমি আমায় প্রতিদিন করেছ সবল,
করেছো দখল হৃদয়স্থল।
আমার ক্ষুদ্রতা ঢেকেছো মনে-
করেছো আমায় বিহ্বল।
তোমার রাজ অস্তারণে..
তুমি বসে আমার হৃদির শয্যাস্থলে ।
শুভ্র দুগ্ধফেনিভ,কোমল শীতল,
গন্ধ মাখি তোমার প্রেমে।
আমার অন্তরে নিঃশ্বাসে-
তোমার প্রেমধারা রবে অম্লান।
আজ আমি প্রবাসী তোমার প্রেমে,
ভুলেছি সব শুধু তোমার হৃদয় পেতে।
আমার এক মূহুর্তের অদেখা..
এক যুগের কারাবাসী প্রতিক্ষণে।
তুমি কি জানো না...
আমি জন্মেছিলাম এই পৃথিবীতে-
তোমার ওষ্ঠের না বলা কথা,
নিতে আমার প্রাণের মাঝে ।