আমি দেখেছি তোমার চোখে,
একযুগের সহস্র ভালোবাসা।
তোমার সকালের স্নিগ্ধ হাসি মাখা-
পাঠানো ঘুম ভাঙ্গার ছবি...
দেখে রোজ মনে স্বপ্ন জাগে।
বিকেলের ওই পাঁচতারা মলে তোলা,
গগলস্ মাথায় দিয়ে সেল্ফির...হাসি
দেখে রোজ দেখে ভাবি...
কোনো আগে পাইনি-
হৃদয়ের মহানায়িকার দেখা ,
আজ অন্তরে অনেক গভীরে।
আমার চোখে নীলনদের..... রানীর ছবি,
না দেখবো না আর ভাববো না,
মনে সত্যি স্বপ্ন ছিলো-
কিন্তু প্রিয় মনের মানুষের...
তুমি তো মুক্তির দাবিতে এলে,
তুমি জীবনে শূন্যতার দ্বীপ ফেলে,
ভালোবেসে একবার ডেকে বলো...
তুমি হাসবে ওই গোধূলি বেলায়,
আমাকে নিয়ে বসে গান গাইবে,
ইচ্ছে আমার নিঃশ্বাসে মিশে যাবে।