ছোট্ট আশা ভালোবাসা একটু স্বপ্ন সাথে
সকালবেলায় ফুল তোলা ওই পথে মাঠে ঘাটে
আম গাছের সেই স্নিগ্ধ ছায়ায় বসে চরুইভাতির মজা
কাঠবিড়ালির লুকোচুরি দেখে কানামাছি খেলা।
পুকুর পাড়ে মাছরাঙাদের মাছ ধরতে দেখা
পদ্মপাতার মধ্যিখানে মুক্তবিন্দুর সেজে থাকা
পলাস আর শালুকের রূপ মনে ছেয়ে থাকে
আগমনীর প্রাতকালে কাশফুলের ছোঁয়া পাওয়া
মনের মাঝে পরশে তার মিহি দোলা লাগা।
বটগাছের ওই ডালে বসে বিকেলে দোল খাওয়া
নদীর জলে ঝাঁপ মেরে ডুব সাঁতারের মজা পাওয়া
রাতেরবেলায় লম্প জ্বেলে সবাই বসে পড়া করা
মহালয়ে রাতে সবার একসাথে যাত্রা দেখতে যাওয়া।
আজ এই শহরে এসে ঘরবন্দি একার জীবন
কারাগারে মন বসে না দেখি ব্যস্ত থাকার জীয়ন
কোথায় গেল হারিয়ে যাওয়া সেই গোধুলি বেলা
ধোঁয়ার আর রাস্তার ভিড়ে নিজের হারিয়ে ফেলা।