পতাকা উড়ছে আকাশে,
গলি থেকে রাজপথে ।
মাথায় হাতে বুকে দেহে,
পাড়ায় মোড়ে ঝান্ডা কাঁধে।
রক্তাক্ত কাপড় নিয়ে কোন্দল,
রাজনীতির মেরু বা পালা বদল ।।
মাষ্টারদার স্বপ্নের ছন্দপতন,
ইতিহাস আদর্শের রক্তাক্ত পতন।
ঘৃণ্য নেতার অভিশপ্ত বোধন,
আসলে বিপ্লব হলো দীর্ঘজীবি মন ।
রক্তিম স্বার্থের কাছে নতমস্তক জীবন,
দেখি আরেক বিপ্লব যুদ্ধের সন্ধিক্ষণ ।।
ইতিহাসে বিপ্লবীর রক্তিম কাপড়,
নেতার স্বার্থরক্ষার টিস্যুপেপার।
বিফল সব বিপ্লব মাস্টারদা স্বপ্নে ভাসে,
রক্তাক্ত কাপড় পতাকা হয়ে উড়বে আকাশে,
গলি থেকে রাজপথে,
মাথায় হাতে বুকে দেহে..
পোড়া মায়ের শূন্য কোলে।।