যখন থাকবো না আর কাছে,
মনে প্রিয় রেখো আমায় নিঃশ্বাসে
পথে হয়েছিলো দেখা,
একটূ প্রেমের বারিধারা মাখা..
হৃদয়ে মননে অনুভূতি গুলো,
তোমার মনের পাশে রেখো।
নিঃস্তব্ধ নীরবতায় ভেবো,
একটু ভালোবেসে বলো..
এসেছিলে যখন গেলে কেনো
বিদায় যদি নেবে জানো-
ভালোবাসলে কেনো বলো?
অপেক্ষায় অপেক্ষায় রাত,
শূন্যতায় বিরহের অবসাদ..
একাকিত্বের দহন জ্বালায়,
যেন অসমাপ্ত ভালোবাসা।