গভীর রাতে একা বড়দিনে রাস্তায় চলমান
অজানা ভীতিতে হৃদয় অবিরত বিহ্বল
শরীরের গন্ধে মৌমাছির আনাগোনা
কখন ফুলের রেণু চুসে নেবার হানা
শিহরণে দেহ মন সব দিশেহারা
উড়ন্ত আক্রমণের সম্ভাবনা
ছায়াগুলো মারে উঁকি ঝুঁকি
ফুলের জীবনের রূদ্ধ গতি
হঠাৎ হুল ফোটায়
অজানা অবাঞ্ছিত
মৌমাছি।

খবরের কাগজের পাতায় খবর সব সকালে পড়ে
আলাপ আলোচনা সমালোচনা ঝড় ওঠে
দেখি ধামাচাপা দিতে ভোটের রাজনীতি
মৌচাক সমাজে অজস্র ফুটো আঁকে
ফুলের সুবাস শুকিয়ে চলে গেছে
সমাজের কুরুচিপূর্ণ রূপ দেখে
অন্ধকারে জীবন পথে ভোলে
ভাগ‍্যের পরিহাস দেখে
শতাব্দীর অভিশাপ
ছবি আঁকে
মৌমাছি।