চার দেয়ালের আড়িপাতা কান,
শব্দের পিছনে ছোটার চেষ্টা আপ্রাণ।
কথার তীব্র বিষের দহন জ্বালা,
মনের খিদেতে কলুষিত যত আত্মকথা।
নিজের পরিচয় কাঠামো ভুলে যাওয়া,
মানুষের পরিচয় শুধু বাহ্যিক আভরণে মাপা।
প্রশ্ন শুধু একটাই কি করো কাজ কোথায় ?
শুধু টাকার অঙ্কে পেশা কি পরিচয় বোঝায়?
রাস্তায় এক ভিখারী দেখি রোজ বসে থাকে,
দুহাতে ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষার পথ চেয়ে।
বড় চাকরীর সব বড় মানুষ পথে চলাচল করে,
পাস কাটিয়ে গিয়ে বলে কেন খায় না কাজ করে।
সন্ধ্যায় পথের ধারে ভিক্ষুক বসে থাকে,
একবাটি দুগ্ধ পাত্র নিয়ে।
ভিক্ষার যা কিছু উপার্জন তার সাথে,
কিনেছে খাবার তাই দিয়ে।
নেই তার লাজ কোনো মুখে,
দুগ্ধবাটি সে খাওয়ার পাশে শোয়া কুকুরটিকে।
যে তার সাথে থাকে অহরহ মেশে,
টাকার গরম বড় মানুষ ভিক্ষুক জীবনে দেখে।
মানুষ শুধু মানুষ চেনে কর্ম পরিচয়ে মন না দেখে,
পরিচয়ে সেই বড়ো যে বড়ো মনের জীবন দর্শনে।