একটু দেখতে ইচ্ছে করে,
সুগন্ধি নিয়ে পরশে স্বপ্নে অনুভবে,
তোর কোলের ছোঁয়া পেতে..
মাথায় হাত বুলিয়ে দিতে-
শান্তির উপলগ্ধির প্রাণে নিতে।
পারিস না নিয়ে উড়ে যেতে,
কষ্টগুলো আঁধারে বিলীন করে ?
শুধু এইটুকু তো,আমি চাই।
আজীবন প্রেমে নতুন করে-
পড়বি তো দুনয়নে আমার মন ?
যদি চাস, হৃদয়খানি দিয়ে যাই।
জ্বলন্ত হৃদয়খানি দিয়ে,
তোর কষ্টগুলো ঢেকে মুছে-
আমার প্রেমকে ভালোবেসে।