কান ফাটানো গোলার শব্দ,
নাকে ভাসছে শুধইু পোড়া গন্ধ ।
অসহনীয় হাওয়ায় লাগছিলো বদ্ধ,
শুনছিলাম চারিদিকে হাহাকার কান্নার শব্দ।
একপাশে তুমি বসে ছিলে নিরবে নিস্তব্ধ,
চোখে জল,মনে স্বজন হারানোর কষ্টে ছিলে স্তব্ধ।
আমি করেছিলাম ছোটাছুটি-
দেখেছিলাম কত হুটোপুটি !
শুধুই সর্বত্র লাশের ছড়াছড়ি,
দেখলাম পুড়েছে ঘর-দোকান-বাজার !
আর ছিলো ভাঙ্গা মন নেই তাতে,
এতটুকু সবুজ বা গেরুয়া রঙের চাদরের মরম।
করেছিলো ইশতাহার বিলি,
ছিলো মাইকের প্রচার আর কিছু বাহুবলী ।
তবু চেরাচৌরি এখন ব্যবসা কেন্দ্রে বিদ্যমান,
আমি করেছিলাম ছোটাছুটি,
দেখেছিলাম কত হুটোপুটি !
আমি জল নিয়ে যখন আগুন নেভাতে ছুটি-
ফিরে এসে দেখি তুমি পড়ে একা নিরব নিষ্প্রাণ।