আজ স্তব্ধতা গ্ৰাস করেছে গ্ৰাম শহর,
রাস্তাগুলো যেন চৈত্র মাসের দুপুর।
নির্জন স্থবিরতায় গোটাকয়েক মানুষ,
চোখে হরতালের বিহ্বল মুখে।
ছুটির মেজাজ চারিদিকে ভাসে,
যেতে হবে না কাজে এই ভেবে,
দেশ মানুষ প্রতিবন্ধকতা দেখে।
শাসকেরা আপন স্বার্থে হাসে,
মানুষের রুটির জোগান বন্ধ।
মাইকের চিৎকার কানে ফাটে,
বৃহৎ বিপ্লবের আবহাওয়ার মহল,
বিপ্লবের অপমান মানুষের কোঁদল।
খবর আসে লাল রঙের হোলি খেলার,
দলাদলি মানে রেসারেসি সর্বনাশার।
হরতালে মনের হৃদয়ে কাঁদে,
যখন ঘরে একটি দানার অভাব থাকে।
কলকারখানা অনেক বন্ধ আজ হরতালে,
মানুষ ছুটছে ভিন দেশে কাজের খোঁজে।
জীবন সেখানে পদতলে পিপীলিকা,
আগুনে যেমন কাবাব সেঁকে উনুন।
হরতালের আগুন ছড়ায় দিনে রাতে,
মানুষ কত আগুনে পুড়ে মরে ।
হরতাল বয়কটের ডাক দিলে,
মৌমাছির আক্রমণ মৌচাকে ঢিল ছুঁড়ে।
রানীর আদেশ অমান্য করে যে জন
পিঁপড়ের মৌমাছি সেজে আক্রমণ।
সত্যি কি হরতাল ফল দেয় ?
আসলে হরতাল হরি লুটের বাতাসা ছড়ায়।